
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট এ রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের কমান্ড্যান্ট (অবসর) জনাব মোঃ আব্দুস ছালাম সরকার এর বিদায় সংবর্ধনা এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের নব নিযুক্ত কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) কমান্ড্যান্ট এর কার্যালয় লালমনিরহাটে রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের সহকারী কমান্ড্যান্ট মোঃ আতাউর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ। বক্তব্য রাখেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের কমান্ড্যান্ট (অবসর) মোঃ আব্দুস ছালাম সরকার, নব নিযুক্ত কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।