
সুনামগঞ্জ প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগর বন্যায় বাড়ি ভাঙা গৃহহীন ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে শাড়ী লঙ্গি বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নির্দেশে, সোমবার দুপুরে বন্যায় কবলিত সর্বহারা অসহায় মানুষের পাশে দাড়ান এবং মানবিক উদ্দেশ্যে বস্রহীন মানুষকে শাড়ি লঙ্গি দিয়ে সহায়তার হাত বাড়ান, মধ্যনগর উপজেলার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ এর নিজ অর্থায়নে মধ্যনগর ট্রলার ঘাটে বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও সাংবাদিক কুতুব উদ্দিন তালুকদার, যুবলীগের যুগ্ন সম্পাদক ওবায়দুল খান রনি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
পড়েছেনঃ ১১৭