পিরোজপুরে ৩ ডাকাতের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে তিন ডাকাতের ৫ বছর করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেছেন। জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাসের করে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২৯ জুন) দুপুরে আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম ন‚রুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার মঠবাড়িয়া উপজেলার আবদুস সত্তার এর ছেলে আব্দুস সালাম (৩৫), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কেরামত আলী খানের ছেলে আলম খান (৩৪) ও সালাম খান (৩৮)। আদালত সূত্রে জানা গেছে, গত ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর রাত আড়ইটার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলা সরকারি কলেজের সামনের একটি দোতালা ভবনের নিচ তলার বাসার সামনের জানালা ভেঙে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর ঘরের মালিক রুস্তম আলী মিয়াকে ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি নিয়ে আলমারি খুলে সেখান থেকে নগদ ১৫ হাজার টাকা সহ ৯ লাখ ২৬ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরদিন ২৫ সেপ্টেম্বর ভবনের মালিক রুস্তম আলী মিয়া বাদী হয়ে সন্দেহ ভাজন তিন জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত দন্ড প্রাপ্ত ৩ আসামির প্রত্যেককে ৫ বছর করে মোট ১৫ বছরের দণ্ড প্রদান করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহিরুল ইসলাম। এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী আবুল কালাম আকন।