
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়- ইমরান নামে এক গাঁজা চাষী কে একটি গাঁজা গাছসহ আটক করেছে পুলিশ। আজ শনিবার (২ জুলাই) বিকাল ৫ টার দিকে ইমরান মোল্লাকে (৩৪) তার বাড়ির পেছন থেকে একটি গাঁজা গাছসহ আটক করা হয়। আটক ইমরান উপজেলার গাবগাছিয়া গ্রামের আ. রশিদ মোল্লার ছেলে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম জানান, খবর পেয়ে পুলিশ গাঁজা গাছসহ ইমরানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
পড়েছেনঃ ১০১