সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রী’র’ ত্রাণ তহবিল থেকে বন্যার্ত ক্ষতিগ্রস্ত ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাওয়া ও ঝড়ে ঘর ভাঙা বাড়ি ভাঙা বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে। মঙ্গলবার ১১ টা থেকে সাড়া দিন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের গ্রামে গ্রামে গিয়ে ৩৮ জন ক্ষতিগ্রস্ত বানভাসির হাতে নগদ ১০ হাজার করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ৪ নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের সচিব এ কে এম রুহুল আমিন, ইউ পি সদস্য নিক্সন সরকার,আঃ ছাত্তার, প্রানগোপাল চৌধুরী, সুশীল সরকার ও সাংবাদিক এম এ মান্নান প্রমুখ। এসময় বন্যার্ত বানভাসি ক্ষুধার্ত মানুষের উদ্দেশ্যে চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহায়তা গ্রামে গ্রামে গিয়ে ভুক্তভোগীর হাতে তুলে দিচ্ছি। আশা করি প্রধান মন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জ জেলার ডি সি মহোদয়ের সহায়তায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের ত্রাণ তৎপরতা চলমান থাকবে