ফেনী হতে ৬৫ কেজি গাঁজার বিশাল চালানসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কথিত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন চট্টগ্রাম-ঢাকা
মহাসড়কের লালপুলস্থ পাকা রাস্তার উপর গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ জুলাই ২০২২ ইং তারিখ ২২৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত
এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মানিক (৩০), পিতা- মোঃ ইউনুছ, সাং- চরকর্মী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে
আটককৃত আসামীর হেফাজতে থাকা ০৪টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৬৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদক দ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হইতে স্বল্পমূল্যে ক্রয় করে তা ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ ৭৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা  গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।