মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

মাসুদ পারভেজ: রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় ঘিরে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব জাকির হোসেন এমপি। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস রৌমারী এর আয়োজনে রবিবার (২৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার অফিসার ইনর্চাজ রূপ কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মিঞা, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, বিভিন্ন এলাকা থেকে আসা জেলেসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক আকতারুজ্জামান।

মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ মৎস্য সপ্তাহের কর্মসূচি পালন করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। সপ্তাহ ব্যাপী এ কর্মসূচিতে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা, মৎস্য চাষে নিবিড় পরামর্শ প্রদান, মাছের পোনা বিতরণ, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।