
হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার আমানবাজার খন্দকিয়ায় কান্নার রোল থামছেই না। একের পর এক মৃত্যুর সংবাদে ব্যথিত করে তুলছে সবাইকে। শোকের ছায়া বিরাজ যেন অব্যাহত থাকছে। আয়াতুল ইসলাম আয়াতের পর এবার চলে গেলেন ওই এলাকার মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত তাসমির হাসান (১৬)। শনিবার রাত পৌণে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে নিহতের চাচা মোঃ টিপু প্রতিবেদককে জানান, আইনগত প্রক্রিয়া শেষে বাড়ি নিয়ে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রোববার (৭ই আগস্ট) খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ঘটনার পর থেকেই চমেক লাইফ সাপোর্টে ছিল তাসমির হাসান। সে চিকনদন্ডী আমানবাজার এলাকার আব্দুল আজিজ সাব রেজিস্টার বাড়ির মৃত মোঃ পারভেজের পুত্র। সে কে এস নজুমিয়াহাট উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে একই দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা নিরুর ভাতিজা।
উল্লেখ্য, ২৯ জুলাই মিরসরাই খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করে ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালকসহ ১১ যুবক ঘটনাস্থলে নিহত হন। শনিবার তাসমির হাসানের পাশেই চিকিৎসারত অবস্থায় মারা যায় আয়াত। এনিয়ে মিরসরাইয়ের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়ালে ১৩। হতাহতরা সবাই হাটহাজারীর বাসিন্দা এবং যুগিরহাট বাজার আর এন্ড জে নামক একটি কোচিং সেন্টারের শিক্ষক ও শিক্ষার্থী।
পড়েছেনঃ ১৪৫