আমিরাতে দালাল এর ফাঁদে পড়ে দিশেহারা ভিজিটিং ভিসায় আসা কর্মিরা

আরব আমিরাত প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দালাল এর ফাঁদে পড়ে দিশেহারা বাংলাদেশ থেকে ভিজিটিং ভিসায় আসা প্রবাসী কর্মিরা। জানা যায় সংযুক্ত আরব আমিরাতে ভিজিটিং ভিসা চালুর পর থেকে কিছু দালাল ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ভালো কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হয় সংযুক্ত আরব আমিরাতে।পরিশেষে তাদের নিয়ে এসে ঘা-ঢাকা দেই সক্রিয় দালাল চক্র।

সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর শারজাহতে শরিয়তপুরের মোঃ আয়ুব উক্ত ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমাকে বাংলাদেশ থাকতে বলা হয়েছিল দোকানের কাজে যুক্ত করবে, কিন্তু দুবাই বিমানবন্দরে আসার পর সেই মানুষকে আর খুঁজে পাচ্ছি না।তার মোবাইল ফোন ও বন্ধ রয়েছে বর্তমানে। আয়ুব এর মতো হাজার হাজার কর্মি ভিজিটিং ভিসায় এসে দালাল এর ফাঁদে পড়ে কাজের নামে প্রতারিত হচ্ছে। তাই আসার আগে জেনে শুনে চিন্তা করে আসবেন।