চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কাজী ফার্মসের সৌজন্যে ঈদ উপহার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :   আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কাজী ফার্মস লিমিটেডের সৌজন্যে ও জেলা পুলিশ সুপারের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামের ৪ শতাধিক বীর মুক্তিযোদ্ধার সম্মানে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১৫ এপ্রিল শনিবার সকাল ১১টায় নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার(এসপি) এস.এম শফিউল্লাহ’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিমফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী ফার্মস লিঃ-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপটুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, কাজী ফার্মস লিঃ-এর পরিচালক কাজী জাহিন হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন (ডিএসবি) ও অতিরিক্ত পুলিশ সুপার(শিল্পাঞ্চল) মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রীতুলে দেন কাজী ফার্মস লিঃ-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউলহাসান ও জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।উপহার সামগ্রীর মধ্যে ছিল-লুঙ্গি, চাউল, মসুর ডাল, সয়াবিন তেল, লাচ্ছা সেমাই, চিনি কিসমিস ও ঘি।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁরা কোন কিছুর পাওয়ার লোভে যুদ্ধে অংশ নেননি। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মহাসড়কে। প্রধানমন্ত্রীরনেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসহ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশবিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।