কেন্দ্রিয় ছাত্রলীগ থেকে পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশিদের জীবনবৃতান্ত সংগ্রহ কার্যক্রম ও মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশিদের জীবনবৃতান্ত সংগ্রহ কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্শেদ শুভ্র নেতৃত্বে একটি বিশাল মিছিল পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাটে শোডাউন দিয়ে কেন্দ্রিয় ছাত্রলীগের নেতৃবৃন্দকে শহরে নিয়ে এসে মত বিনিময় সভায় যোগ দেয়। জীবনবৃতান্ত সংগ্রহ কার্যক্রম ও মতবিনিময় সভা উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সভাপতি আওলাদ খান, কেন্দ্রিয় ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক উপ সম্পাদক শাহাদাৎ হোসেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য আলী হোসেন আলম। এসময় সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশিদের তালিকায় জীবনবৃতান্ত পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্শেদ শুভ্র কেন্দ্রিয় নেতৃবৃন্দের হাতে তুলে দেন। পরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্শেদ শুভ্র নেতৃত্বে একটি বিশাল মিছিল জেলা আওয়ামীলীগ অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে পথসভায় মিলিত হয়।