
ডেস্ক রিপোর্ট :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে রাতের আঁধারে দুর্ঘটনায় কবলিত যানবাহন থেকে চাঁদাবাজির দৃশ্য ভিডিওতে ধারণ করতে চাইলে দুই সাংবাদিক সময়ের নিউজ সীতাকুণ্ড প্রতিনিধি ফারহান সিদ্দিক ও একুশে পত্রিকার স্টাপরির্পোটার এম কে মনিরর সাথে ধ্বস্তাধস্তি করে হেনস্তা, মোবাইল ফোন কেড়ে নেওয়া, গ্রেফতারের হুমকিসহ চরম দুর্ব্যবহার করে কুমিরা হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। চাঁদাবাজি ও সাংবাদিকদের হেনস্তার জেরে ঐ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারকৃতরা হলেন একজন এ এস টি আই মাসুদ রানা ও চারজন কনেষ্টেবল মো: লোকমান,মো: আমান, করিম ও মো: জহির।বর্তমানে তাদের হাইওয়ে কুমিল্লা রিজিওনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ আব্দুল্লা বলেন অসদাচরণ ও অনৈতিক কাজের জন্য অভিযুক্ত ৫ জন কে প্রত্যাহার করা হয়।
পড়েছেনঃ ১১৩