ধর্মপাশায় সেলনবরষ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে এমপি রতন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেল ৩ টার সময় বাদশাগঞ্জ বাজারের বৌলাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো: জহির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন এর সঞ্চালনায়। উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, আওয়ামীলীগ নেতা ফেরদৌসুর রহমান, মাহবুবুল আলম বাচ্চু মাস্টার সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, যারা আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত, শেখ হাসিনার নেতৃত্বে অবিচল, সেই সব নেতা কর্মীরা কমিটিতে স্থান পাবেন। লাল সবুজের পতাকার সৈনিকরা কখন পরাজয় স্বীকার করে না। সেই সকল বঙ্গবন্ধুর সৈনিকদের নিয়ে ঐতিহ্যবাহী সেলবরষ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে, এতে সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সাধারণ সম্পাদক  নাজিম উদ্দিন শাহকে নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে , এতে কমিটির সকলকে অভিনন্দন জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিশ্বনেত্রী, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।