
মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর বলেছেন,আপনারা গ্রাম আদালত চালু করেন। আপনারা জনপ্রতিনিধি আপনাদের কাছে শতকরা নব্বই জন মানুষ আসবে।এরা আপনাদের নিজের লোক। আমি বিশ্বাস করি তখন আর থানায় মানুষ যাবেন না। থানায় সালিশী বৈঠক করার তিব্র নিন্দা করি চেয়ারম্যান বলেন,থানায় সালিশ করার বিপক্ষের লোক আমি। তাই আমি বলতে চাই আপনারা গ্রাম আদালত চালু করুন,গ্রাম আদালত চালু থাকলে আপনারা নিজেদের অবস্থানে টিক থাকলে আপনারা থানায় ফোন দিবেন।ওসি সাহেব আপনাদের কথা শুনতে বাধ্য শুনবেন। ফোনে যতটুকু কাজ হবে না হলে নাই।
১৪ জুন মঙ্গলবার সকাল এগারোটায় সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর উপরোক্ত কথাগুলো বললেন। চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, মাদকের ছড়াছড়ি বন্ধ করতে হলে জন প্রতিনিধিরা এগিয়ে আসতে হবে। আমাদের সময় শেষ নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে জনপ্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর নয়তো মাদক বন্ধ করা সম্ভব হবে না। আপনার এলাকায় কে মাদকের সাথে জড়িত আপনারা জনপ্রতিনিধি হিসেবে আপনি ভাল ভাবে জানেন। তাই মাদকের তালিকা দিতে কোন সন্দেহ হলে। ইউএনও সাহেবকে দিবেন, উনাকে তো আপনারা বিশ্বাস করেন এখানে মাদকের তালিকা দিবেন। এ সময় চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন,বর্তমানে মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আসুন আমরা সকলে মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।
এসময় আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, মো.শফিকুল ইসলাম কানু, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক. সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত )প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী বাদল, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন.কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম,চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার -ভিডিপি কর্মকর্তা মোছা.বিউটি আক্তার,।সরাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আইন শৃংখলা সভা চলাকালীন এলাকায় মাদকের সাথে জড়িতদের তালিকা দেওয়া নিয়ে বক্তব্যের সময় হট্টগোল হলে সভাপতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এই নিয়ে জন প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন।
পড়েছেনঃ ১০১