
শিখতে শিখি
-হাফিজুর রহমান
স্বভাবটা ভালো করতে অভাবটা কিসের?
যদি না-বলে মন্দ স্বভাবের অভাবী মানুষটা
তবে কী করে কে-কখন করবে সহযোগিতা,
সঠিক পথে ওরে আনতে ফিরিয়ে?
সমস্যা কখনও নয় বড়, সমাধানের চেয়ে
কেউ কখনো হয়নি বড়, ক্ষমা পেয়ে!
ক্ষমা করেই মহান হয়েছেন অনেকজনে।
সুতরাং ক্ষমা প্রত্যাশীকে মার্জনা করাই শ্রেয়
ভুল থেকে শিক্ষা নিয়ে পরিশুদ্ধের সুযোগ দিতে।
ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নয় – বলেই
শিক্ষার শেষ নেই, প্রতিটি মানুষেই শিক্ষক!
একেকজনের আছে, একেকরকম অভিজ্ঞতা;
যেখানে ক্ষুদ্র থেকেও কিছু শেখার থাকে
সেখানে শিক্ষার বড়াই, কোন জ্ঞানীর নয়।
হাফিজুর রহমান
হাতীবান্ধা, লালমনিরহাট
মোবাইলঃ ০১৭৪০৯০৭৬৭৭
পড়েছেনঃ ৯৮