
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ ( সা: ) ও হযরত আয়েশা (রা:) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার ( ১৫ জুন ) সকাল ১০.৩০ মিনিটে পত্নীতলা উপজেলার প্রাণ কেন্দ্র নজিপুর সড়কে শিক্ষার্থীদের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে পত্নীতলা উপজেলা চত্বরের ভিতর দিয়ে নতুনহাট বাজারের মধ্য দিয়ে বাসস্ট্যেন্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাজারের মোড় দিয়ে বিদ্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, হযরত মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা ( রা:) সম্পর্কে নুপুর শর্মা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। হযরত মুহাম্মদ (সা:) কে জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সবাই শ্রদ্ধা করেন। তার সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্যে পুরো মুসলিম বিশ্ব ব্যথিত হয়েছে।ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং নুপুর শর্মা ও নবীন কুমার কে আইনের আওতায় আনতে হবে।
এসময় শিক্ষার্থীরা ” লিল্লাহে তাকবীর – আল্লাহু আকবার”, বিশ্বনবীর অপমান- সইবে না রে মুসলমানসহ বিভিন্ন ধরণের স্লোগানে মূখরিত করে নজিপুরের রাজপথ।এসময় উপস্থিত ছিলেন, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মোছা: শাহিদা, মোছা: নাঈমা, জেরিন, তামান্না, আফিয়া, মীম, আজমাঈন শিকদার, আল আমিন, জিহাদ, নাঈম, সেীরভসহ অত্র প্রতিষ্ঠানের দের শতাধিক শিক্ষার্থীরা।
পড়েছেনঃ ১১৯