সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রৌমারীতে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ প্রশিক্ষণ কর্মশালায় প্রতিমন্ত্রী জাকির হোসেন (এমপি)

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজন ও প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির উপস্থিতিতে ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালয় প্রতিমন্ত্রী বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।ু অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম। প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ের প্রয়োজনের নিরিখে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, যার মধ্যে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচি ও সবার জন্য বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর এই ১০টি উদ্ভাবনী কর্মসুচি বাস্তবায়নে অসুবিধা এবং তা দূরীকরনে গ্রুপ ভিত্তিক সুপারিশ পত্র তৈরী করা হয়। বর্তমান সরকারের প্রতিটি নির্বাচনী ইশতেহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র্য ও ক্ষুধা মুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয় আলোচনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ধসঢ়;, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটি এম হাবিবুর রহমান, রৌমারী থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী যুবায়েদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, রৌমারী সরকারি কলেজ অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, যুবলীগ সভাপতি হারনর রশিদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সাংবাদিকবৃন্দ।