
হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি: হাটহাজারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর । সোমবার উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন চেক প্রদান সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা এস. এম. জিন্নাত সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,প্রেসক্লাবের সভাপতি বাবু কেশব বড়ুয়া,উপজেলা শিক্ষা অফিসার, সাঈদা আলম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি বৃন্দ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায় ৬ জন মহিলাকে সেলাই মেশিন বিতরন, ১ জন মহিলাকে নগদ সহায়তা প্রদান করা সহ আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের ১০০জন মেয়েদের মাঝে ১২০০০ টাকা করে চেক ও সনদ প্রদান করা হয়।