
লালমনিরহাটঃ লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভালোবাসার ব্রীজ হইতে মামা-ভাগিনা বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। রাস্তার দুইপাশে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি প্রবাহের ফলে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির অনেক অংশেই এখন কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়েছে। আলগা ইট ও পাথরের প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে পথচারীরা । এতে করে বাই সাইকেল, মোটর সাইকেল চালকদের পড়তে হয় দুর্ঘটনার কবলে। কারণ রাস্তার উঠে যাওয়া খোয়াতে স্লিপ কেটে দুর্ঘটনার শিকার হতে হয় অনেককে।
জানা যায়, কুলাঘাট ইউনিয়নের ভালোবাসার ব্রীজ থেকে মামা-ভাগিনা বাজারের পূর্ব পার্শ্বে কলিম উদ্দিনের বাড়ি পর্যন্ত আঞ্চলিক সড়কের দূরত্ব প্রায় ৩.৫০কিলোমিটার। ২০১৮ সালে এই আঞ্চলিক সড়কটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। এলজিইডির অধিনস্থ এই রাস্তাটি ২০১৮ সালে তৈরী করা হলেও ২০১৯সালের মাঝামাঝি সময়ে দেখা যায় যে, এটি যেন ধ্বংস স্তুপে পরিণত হয়েছে, দীর্ঘদিন যাবত মেরামত না করা ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই সড়কে ট্রাক, মাইক্রো, বালুবাহী ট্রলি, ইজিবাইক, ভ্যান, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এই অঞ্চলের (চরখাটামারী, বস্তিখাটামারী, আলোকদিঘি, চরবুদারু, চর মেকলি, পশ্চিম ধনিরাম, সোনাইকাজি, নবীন বাজার, কোদলকাটি, টিকটিকিরহাট, টুংটুংগির চরসহ আশেপাশের বিভিন্ন গ্রামের হাজারো মানুষ) লালমনিরহাট জেলা সদরে যাতায়াত করে। কিন্তু অনেক দিন ধরে সংস্কার না করায় রাস্তাটির বেহাল দশার সৃষ্টি হয়েছে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, আমাদের এলাকা থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের পণ্য পাঠানো হয়। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় যানবাহন মালিকরা ভাড়া বেশি নিচ্ছেন। ইতিপূর্বে বেশ কয়েকটি যানবাহন এই রাস্তায় দূর্ঘটনা শিকার হন।
ইজিবাইক মালিকরা জানান, রাস্তার প্রস্থ কম এবং রাস্তার দুই ধারে বাঁশঝাড়, গাছপালা থাকায় দুটি গাড়ি ওভারটেকিং করা কোনভাবেই সম্ভব হয়না। রাস্তায় নানা স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রী নিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। এছাড়াও খানাখন্দের কারণে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। এতে করে লোকসানে পড়তে হচ্ছে তাদের।