কৃষকের দুই হাতের কব্জি কর্তনঃ পারিবারিক কলহ স্ত্রী আটক

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক কৃষকের দুই হাতের কব্জি কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে তার স্ত্রীকে। শুক্রবার ভোরে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান স্বরূপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন। গুরুতর অবস্থায় জাহারুল ইসলাম উজিরকে (৪৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী মুর্শিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রেখেছে পুলিশ। আহতের চাচা হারুন অর রশিদ বলেন, “পারিবারিক কলহের জের ধরে ভোরে স্ত্রী জাহারুলের দুই হাতের কব্জি কেটে ফেলেন। জাহারুলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাকে বরিশালে স্থানান্তর করেন।” স্বরূপকাঠী থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।