রৌমারীতে ভারতীয় ২৩ বোতল মদ উদ্ধার

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। বুধবার রাত ১২ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর ইটালুকান্দা এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনা স্থল থেকে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ২৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।