তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো; সাঈদ চৌধুরী। আজ শনিবার সকাল ১১ টায় মডেল থানার থানার অফিসার ইনচার্জ সাঈদ চৌধুরী অফিস রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ওসি সাঈদ চৌধুরী সাংবাদিকদের মাধ্যমে তেতুলিয়ায় উপজেলার ৭ টি ইউনিয়নের বিস্তারিত তথ্য সম্পর্কে গনমাধ্যম কর্মীদের অবগত করেন এবং সাংবাদিকদের সাথে- নিয়ে এলাকাকে একটি মডেল থানায় রুপান্তর করার ইচ্ছা প্রকাশ করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের মাধ্যমে কাজ করার নিশ্চয়তা প্রদান করা হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) উপ পরিদর্শক জাহিরুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, জার্নালিষ্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক এসকে দোয়েল, রিপোর্টার ইউনিটির সভাপতি খাদেমুল ইসলাম, দৈনিক ভোরের পাতা, হাফিজুর রহমান হাফিজ, দৈনিক নওরোজ,আবুতাহের আনসারী, ইনকিলাব ,আমিরুল ইসলাম, দৈনিক মানব কণ্ঠ জুলহাসউদ্দীন, দৈনিক সবুজ নিশান,মোস্তাক আহম্মেত দেশবাংলা, মিজানুর রহমান দৈনিক মতপ্রকাশ ষ্টাফ রিপোর্টার জাবেদুর রহমান, দৈনিক আজকের কাগজ, সাব্বির হোসেন রকি দৈনিক- গনকন্ঠ, রবিউল ইসলাম -দৈনিক আমার সংবাদ, আল আমিন -বার্তাবাজার প্রমুখ। এ ব্যাপারে নবাগত মডেল থানা ওসি সৌহার্দ্য পরিবেশ আইন শৃংখলা বজায় রাখতে সকলকে আহব্বান করেন।