
তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো; ওমর আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টম্বর ) রাত ৬.১৫ টার দিকে তেতুলিয়া ৩ নং সদর ইউনিয়নের সিদ্দিক নগর থেকে আটক করা হয়।অভিযুক্ত লালমনি হাট জেলার কালিগঞ্জ থানার কুমার পাড়া গ্রামের পিতা মৃত হায়দার আলীর ছেলে।অভিযুক্ত বর্তমান ঠিকানা তেঁতুলিয়ার উপজেলার সিদ্দিক নগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ভ্যান গাড়ী চালক হিসেবে পরিবার সদস্য নিয়ে বাস করে আসছে।
ভুক্তভোগী শিশুর মাতা হালিমা খাতুন (২৫) এর অভিযোগ, তিনি মেয়ে নিয়ে নানার বাড়ীতে বেড়াতে আসছেন নানার বাড়ী, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতোই বিকালে বাড়িতে খেলা করার সময়ে ৬টার দিকে বাড়ি থেকে এলাকায় (অভিযুক্ত ওমর ) মেয়ে নিয়ে তার বাড়ির দিকে যান। পরে আশে পাশে কেউ না থাকায় ধর্ষনের চেষ্টা করে তার মেয়েকে। এক পর্যায়ে শিশুটির আত্ম চিৎকার শুরু করলে এলাকাবাসি উদ্ধার করেন বলে জানান শিশুর মা। শিশুটি তিরনই ইউনিয়নের তালুকবাড়ী গ্রামের বাসিন্দা আলমাসের কন্যা বলে জানান তেতুলিয়া মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরই সিদ্দিক নগর গ্রামের বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। রাতেই শিশুর পরিবার থানায় ধর্ষণচেষ্টার বিষয়ে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া।পরে সোমবার ১২ সেপ্টেম্বর সকালে মডেল থানায় যাহার মামলা নং ০৮/তাং ১১/৯/২০২২ইং ধারা ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ৩/এর ৯ (৪)(খ)আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।