সীতাকুন্ডে সড়ক দূরর্ঘটনায় পথচারীর মৃত্যু

ফারহান সিদ্দিক, সীতাকুন্ড : চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় পৃষ্ট হয় বৃষ্ণু কুমার নাথ(২৮) নামের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্সে ভর্তির ১ ঘন্টা পর মারা যায়। নিহত বৃষ্ণু কুমার নাথ ফরিদপুর জেলার ভোলা কুমার নাথের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানা আজ ১৮ ( সেপ্টেম্বর) রবিবার দুপুর ১ টার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজারের পশ্চিম পাশ্বথেকে পার হওয়ার সময় ঢাকামুখি একটি গাড়ি চাপা দেয় । এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা গুরুতর অবস্থায় সীতাকুন্ড সরকারী হাসপাতালে নিয়ে যায়। এবিষয়ে সীতাকুন্ড উপজেলার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা নূরুল আলম দুলাল জানান দূর্ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে আমরা ঘটনস্থলে গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করায়। সীতাকুন্ড স্বাস্থ্য কর্মকর্তা নূরউদ্দীন রাশেদ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন বৃষ্ণু কুমার নাথ নামের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাপাতালে ভর্তি করার কিছুক্ষনপর মারা যায়। তার বাড়ি ফরিদপুর। পরিবারে সাথে যোগাযোগ করে জানানো হয়েছে। আমরা লাশ সীতাকুন্ড থানাকে হস্তান্তর করেছি।