তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ প্রতারক চক্রের এক সদস্য আটক

তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরনইহাট ইউপির হাকিমপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম,পিতা মৃত আহাম্মদ আলী এর বসতবাড়ীর সামনে পুলিশ পরিচয়ে প্রতারণা ও জনৈক শহিদুল ইসলাম বসতবাড়ী তল্লাশি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে ।এ ঘটনাটি গত ১৭ সেপ্টম্বর শনিবার রাতে হাকিমপুর গ্রামে ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এ সময় ভুয়া পুলিশ প্রতারক চক্রের সদস্য লালচানকে আটক করা হলেও আরো দুইজন আসামি দৌড়ে পালিয়ে যায়, স্থানীয় লোকজন পরে তেঁতুলিয়া মডেল থানার জানানো হলো তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী নির্দেশে এসআই মোঃ মাহফুজ আলম সঙ্গীয় ফোর্স গিয়ে আসামীদের থানায় নিয়ে আসেন । আসামীরা হলো  মোঃ লালচাঁন (৩২)পালক পিতা মোঃ ওমর আলী কান্ত মিয়া সাং‌ সোনাপোতা নতুনবন্দর সরকারপাড়া থানা দেবীগঞ্জ জেলা পঞ্চগড়। সাক্ষীগণের সম্মুখে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামিরা পলাতক আসামিদের নাম প্রকাশ করেন, পলাতক আসামীরা হলেন (২) মোঃ আজিজুর রহমান (৩৫) পিতা: অজ্ঞাত সাং তিরনই (৩) মোঃ আঃ রহমান ( ৩০)পিতা: অজ্ঞাত সাং বাংলাবান্ধা, উভয়ের থানা- তেঁতুলিয়া জেলা পঞ্চগড়।

এই বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, আসামীরা পুলিশের সদস্য না হওয়া সত্বেও পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।