ফন্দিফিকির
-হাফিজুর রহমান
শীতের প্রকোপে গরিব মানুষ
কাপছে থরথরে-থর;
ধনীর বাহারি সাজ দেখে, বলে রৌদ্র
‘মানবতা তুই ধরপড়ে মর।’
পথশিশুর চোয়াল দোলানোয়
কড়মড় করে উঠে দাঁত;
নাম ফুটাতে বিত্তবানের বস্ত্র বিতরণ
লাভে করা মাজিমাত।
মানুষ তো এখন নয় মানুষের
সেবায় সেরা কারসাজি;
নেতার গোঁফে নীতিকথার ফোয়ারা
কৌশলে সব ধান্দাবাজি।
পড়েছেনঃ ১০১