মধ্যনগরে কমিউনিটি পুলিশিং ডে ২০২২, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ মান্নান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থানা কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে ২০২২ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকল ১১ টার সময় থানা কতৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী বেরিয়ে সারা বাজার প্রদক্ষিণ করে।

পরে মধ্যনগর থানা প্রাঙ্গনে আলোচনা সভায় ওসি মোঃ জাহিদুল হক নাজমুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান নূর নবী তালুকদার, বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী রায়, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম ফারুকী, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, যুব মহিলা লীগ এর সভাপতি শান্তা চৌধুরী, সাবেক ছাত্র লীগের সভাপতি পারভেজ আহমেদ।

বক্তারা বলেন কমিউনিটি পুলিশিং সম্পর্কে জানতে এ আয়োজন অতি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে এলাকার অপরাধ, অরাজকতা, বাল্যবিয়ে, ইভটিজিং, চুরি, জুঁয়া, মদ, গাঁজাসহ মাদক নিধন প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পরিশেষে সভাপতির বক্তব্যে ওসি মোঃ জাহিদুল হক বলেন, মাদক জুঁয়া গরু চোর সহ বিভিন্ন অপরাধ অপকর্মের বিরুদ্ধে এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি এবং অপরাধ দমনে মধ্যনগর থানা পুলিশ সবসময় তৎপর আছে।