
এম এ মান্নান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় সকল শহীদ বুদ্ধিজীবীকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযথ মর্যদায় ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে, এবং আলোচনা সভা ও র্য্যলি অনুষ্ঠিত হয় । উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে- করিবে দান, ক্ষয় নাই তার,ক্ষয় নাই। ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের উদ্যোগে একটি বন্যাঢ্য র্য্যলি বের হয়ে, সাড়া বাজার প্রদক্ষিণ করেন, এছাড়াও সুশীল সমাজের শিক্ষক, ছাত্র ছাত্রী, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোরা দিয়ে পূস্পতব ওরর্পণ করেন।
এসময় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, সকল শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে, আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে,ঢুলপুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউল কিব্রীয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার ও সি জাহিদুল হক নাজমুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, জনস্বাস্থ্য উপ প্রকৌশলী রাকিবুল ইসলাম,সাবেক আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ মান্নান, মৎসবীজীবীলীগে আহ্বায়ক রুহুল আমিন খান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ। পরিশেষে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।





















