আরব আমিরাত প্রতিনিধিঃ বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী রেমিট্যান্স যোদ্ধা গুলোর জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের রেমিট্যান্স এর প্রতি সম্মান রেখে সি আই পি পদক ঘোষণা করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের কুতুব চৌধুরী বাড়ীর মোঃ নুরুল আলম এর পুত্র মোহাম্মদ আনিস উদ্দীন। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে সারাদেশে ৬৭ জনকে নির্বাচিত করেন।যাদের ২২ জন রয়েছেন চট্টগ্রাম এর।
প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান এর স্বীকৃতি স্বরূপ ২০২০ সালের জন্য বাংলাদেশে বৈধ ভাবে রেমিট্যান্স পাঠানোর জন্য বাংলাদেশ ক্যাটাগরিতে ৫৭ জন এবং বিদেশে আমদানিকারক অনিবাসী বাংলাদেশ ক্যাটাগরিতে ১০ জন সহ মোট ৬৭ জনকে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি) ঘোষণা করেছে সরকার। সি-আই-পি পদে নির্বাচিত হওয়া মোঃ আনিস উদ্দীন সময়ের নিউজকে বলেন বৈধ ভাবে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্তটি আমার ১২ বছর ধরে চলমান রয়েছে,বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের আহবান জানান বৈধ ভাবে রেমিট্যান্স পাঠানোর। উল্লেখ্য আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এর অনুষ্টানে নির্বাচিত প্রবাসী সিআইপিদের সনদ প্রদান করার কথা রয়েছে।