
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ও জানমাল রক্ষায় সর্বাত্বক কাজ করে যাচ্ছেন।মো.শাহজালাল আলম(আইজিপি ব্যাচ)তিনি বলেন, খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদায়িত্বের সাথে মহাসড়কে রাত-দিন সরকারের অর্পিত দায়িত্ব পালন করছেন। অপরাধের সাথে যে-ই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দিচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.শাহজালাল আলম তিনি তার সরাইল কুট্রাপাড়া অফিস কার্যালয়ে সাংবাদিকদের উপরক্ত কথা গুলো বললেন, এদিকে থানা সুত্রে, ঢাকা- সিলেট নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে থানা পুলিশ। ওসি মো. শাহজালাল আলম গত বছর ৫ মে যোগদান করা পর আট মাসে অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকা বিশিষ্ট থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন জব্দ করা হয়েছে। এসব অবৈধ যান থেকে (মোট প্রসিকিউশন) আদায়কৃত জরিমানার ৬০লাখ ২৫ হাজার ৫শত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে ও বিভিন্ন সময়ে মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮২ কেজি গাঁজা উদ্ধার করে আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

এদিকে জানাযায়,অনেক চড়াই উৎরাই পেরিয়ে যে এ কাজ গুলো করে তার ইউনিটকে জ্ঞ্যানোর মাধ্যমে শৃঙ্খলভাবে রাখতে পারেন তিনিই হচ্ছেন কর্তব্যপরায়ণ মানবিক গুণাবলীর অধিকারী। সরকারের অর্পিত দায়িত্ব পালন করা এবং মূল্যবোধের মাধ্যমে মানুষের প্রতি অতি সহজেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে মানবিকতা। আর এমন কাজ করে যাচ্ছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম।খাটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাচালানদেরকে মহাসড়ক ব্যবহার করতে দেওয়া হবে না। এদের বিরুদ্ধে খাটিহাতা হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। মাদক বা চোরাচালানে জড়িতদেরকে আইনের আয়ত্তে আনা হচ্ছে।ওসি বলেন, মহাসড়কে অবৈধ কোন যানবাহন চলাচল করলে আইনি ব্যবস্থা গ্রহন করছেন পুলিশ,প্রতি মাসে অবৈধ গাড়ির বিরুদ্ধেপ্রসিকিউশন দাখিল করিতেছি। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চলতেছে সেই গুলো নিয়ন্ত্রণ করতে সর্বাত্মক চেষ্টা করতেছি,যাতে মহাসড়কে গাড়িনা উঠে, পাশাপাশি হাইওয়ে থানার বিগত দিনের সব মামলা গুলো নিষ্পত্তির শেষ পর্যায়ে। এ সময় তিনি বলেন,মহাসড়ক ব্যবহার করে কোন প্রকার অপরাধীকে অপরাধ করতে দেওয়া হবে না, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম।
পড়েছেনঃ ৯৪