মোঃ শামীম আহসান মল্লিক , বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় সেবা গ্রহিতা, সেবা দাতা, সিভিল সোসাইটি প্রতিনিধিদের অংশগ্রহনে আধুনিক ল্যান্ড ডিজিটালাইজেশন প্রসেস সম্পর্কে অবহিতকরণ ও এ বিষয়ে দক্ষ করে তোলা শীর্ষক প্রশিক্ষন শনিবার সমাপ্ত হয়েছে। জাইকার অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ রিয়াজুল ইসলাম এর ব্যাবস্থা পনায় দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষনের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো.জাহাঙ্গীর আলম। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনে শুভেচ্ছা বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান । প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম । দুটি সেশনে অনুষ্ঠিত কর্মশালায় বিষয় ভিত্তিক প্রশিক্ষন প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার মো.জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা সাব রেজিষ্ট্রার পার্থ মুখারজী, ফকিরহাট উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন ও বহুরবুনিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা গাজী শামীম আহসান। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা , ইউনিয়ন সচিব, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, দলিল লেখক সহ সুধিজন সহ বিভিন্ন পর্যায়ে ৩৬ জন অংশ গ্রহন করেন।
পড়েছেনঃ ১১৪