র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে আস্ত্রসহ আটক ০১

প্রেস বিজ্ঞপ্তিঃ র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানে ফেনী জেলার ফেনী মডেল থানাধানী পৌরসভা এলাকা থেকে ০১টি ওয়ান শুটারগান এবং ০২টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গত ১৪ ডিসেম¦র ২০২২খ্রিঃ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় প্রযুক্তিতে তৈরী ০১টি ওয়ান শুটারগান এবং ০২ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইয়াছিন (৩৮), পিতা- মৃত মোস্তফা কোম্পানী, সাং- ফলেশ্বর, থানা-ফেনী সদর, জেলা- ফেনী বলে জানা যায়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ ফেনী মডেল থানার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।  গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।