শ্রীমঙ্গলে ইয়াবাসহ একজন আটক

শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড এলাকা থেকে ১৫ পিছ ইয়াবাসহ রাশেদ মিয়া (২৪) নামে একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এসআই সুব্রত দাস, এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল স্টেশন রোড এলাকা অভিযান পরিচালনা করে স্টেশন রোডের মনির ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে রাশেদ মিয়াকে আটক করে। তাকে তল্লাশি করলে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিছ ইয়াবা জব্দ করা হয়। শ্রীমঙ্গল থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।