কৃষি জমিতে কোন ধরণের শিল্পকারখানা স্থাপন করা যাবেনাঃ বিভাগীয় কমিশনার

সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে উদ্যোক্তা ও শিল্প মালিকগণ উপকৃত হচ্ছে। কিন্তু যে সকল উদ্যোক্তা এখনও প্যাকেজের আওতায় আসতে পারেনি তাদের বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে তদারকি করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক ও কৃষি জমিতে কোন ধরণের শিল্পকারখানা স্থাপন করা যাবেনা। শিল্প স্থাপনের জন্য লাইসেন্স প্রদানকারী সহযোগী সংস্থা সমূহকে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণের জন্য হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন অত্যন্ত জরুরী। স্থানীয় চেম্বারের সহযোগিতায় নবীন শিল্প মালিকগণের অনুকূলে বিসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চলসমূহে জমি বরাদ্ধ প্রদানে জেলা প্রশাসকগণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির ১০ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয় সভার আয়োজন করেন।

তিনি বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে দেশে বেসরকারী খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, সহায়তা প্রদান ও পরিবেশ উন্নয়নে সরকার মিরসরাইসহ দেশের বিভিন্ন স্থানে ইকোনমিক জোন গড়ে তুলেছে। ফলে একদিকে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও অন্যদিকে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, চট্টগ্রামে বিনিয়োগ করতে চাইলে নতুন ও তরুণ উদ্যোক্তাদেরকে সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নীতিমালা অনুসরণ করতে হবে। তবে পরিবেশের ক্ষতি হয় এমন জায়গায় বিনিয়োগ থেকে তাদেরকে বিরত থাকতে হবে। বিনিয়োগে আকৃষ্ট উদ্যোক্তারা সহজেই পরিবেশ সনদ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, স্থাপনা নির্মাণের অনুমতি, প্রয়োজনীয় ব্যাংক ঋণ, ভূমি অধিগ্রহণ ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য সরকারী সেবাগুলো পাবে। বিডা’র নিজস্ব কোন ব্যাংক নেই বিধায় উদ্যোক্তাদেরকে সরাসরি ঋণের ব্যবস্থা করতে না পারলেও সুপারিশ করা যেতে পারে। তবে ব্যাংক ঋণ পাইয়ে দেয়ার নামে মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়তে উদ্যোক্তাদেরকে সতর্ক থাকার আহবান জানান বিভাগীয় কমিশনার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বিগত ৯ম সভার আলোচনা, সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আনোয়ার পাশা, কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালক নবাব ইসলাম হাবিব, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান (চট্টগ্রাম), ইয়াছমিন পারভীন তিবরীজি (বান্দরবান), দেওয়ান মাহবুবুর রহমান (নোয়াখালী), মোঃ সহিদুজ্জামান (খাগড়াছড়ি), কামরুল হাসান (চাঁদপুর), মোঃ শাহীন ইমরান (কক্সবাজার), শাহগীর আলম (ব্রাহ্মণবাড়িয়া), আবু সেলিম মাহমুদ-উল হাসান (ফেনী), মোঃ শামীম আলম (কুমিল্লা), মোঃ আনোয়ার হোসাইন আকন্দ (লক্ষীপুর), মোহাম্মদ মিজানুর রহমান (রাঙামাটি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী, বিআরটিএ’র পরিচালক মোঃ শফিকুজ্জামান ভূঁইয়া, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মাহফুজুর রহমান, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আ.স.ম মাহাতাব উদ্দিন, বিসিক’র আঞ্চলিক পরিচালক মোঃ মোতাহার হোসেন, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোঃ আমগীর, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, মহানগরীর অতিরিক্ত পিপি এডভোকেট স্বরূপ পাল, চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম, বিডা’র সদস্য সাংবাদিক রনজিত কুমার শীল প্রমূখ। পৃথক সভাগুলোতে পুলিশ প্রশাসন, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক সৈয়দ সাইফুর রহমান, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ, বিডা’র উপ-পরিচালক ফাতিমা সুলতানা, সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শিপন চৌধুরী, আমদানি ও রপ্তানী নিয়ন্ত্রক দপ্তরের নির্বাহী অফিসার সৌরভ হাসান প্রমূখ।