পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তেঁতুুলিয়া উপজেলায় “বঙ্গবন্ধুকে পড়ো, বাংলাদেশকে জানো” শীর্ষক বই পড়া উৎসবের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার ২০ জানুয়ারি তেঁতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় বঙ্গবন্ধুকে পড়ো, বাংলাদেশকে জানো” শীর্ষক বই পড়া উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়।
২০২০-২০২১ এবং ২০২২-২০২৩ সনের প্রাথমিক থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যন্ত তেত্রিশ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, কারাগারের রোজনামচা, আমাদের ছোট শেখ রাসেল বই গুলো পাঠ করা হয় এবং বুক রিভিউ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি শ্রেণি থেকে ৩ জন করে বিজয়ী নির্বাচন করা হয়।
উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জনাব সোহাগ চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া, পঞ্চগড় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, কাজী মাহমুদুর রহমান চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তেঁতুলিয়া, পঞ্চগড়।
সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপিত বীরমুক্তিযোদ্ধা জনাব ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব মাসুদ করিম সিদ্দিকী, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীরমুক্তিযোদ্ধাগণ, , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, ইউপি কর্মচারীগণ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ০২ টি কলেজের বই পড়া উৎসবের বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারী ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক, গণমাধ্যম কর্মীগণবৃন্দ।