পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা থানা পুলিশের গোপন অভিযানে শনিবার ২৮ জানুয়ারি শনিবার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মামুনুর রশিদের নেতৃত্ব সঙ্গীয় এসআই, মোঃ জাহিদুল ইসলাম সরকার, এসআই, মোঃ বদিউজ্জামান, এএসআই (নিঃ), মোঃ আসাদুজ্জামান প্রামাণিক, কং/৫৮৭ মোঃ শরিফুল গণ ২৮/০১/২০২৩ খ্রিঃ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল বিশেষ অভিযান পরিচালনা করার সময় ০৪ নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউপির কালিতলা হইতে উটকুড়া বাজার গামী কাঁচা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ সাজু(২৮), পিতা-মোঃ আজিজুল হক, সাং – খালপাড়া, থানা+ জেলা-পঞ্চগড়কে আটক করেন।
উপস্থিত সাক্ষীদের সামনে শরীর তল্লাশি করিয়া আসামীর ডান হাতে থাকা একটি লাল রং এর বাজারের ব্যাগের ভিতর হইতে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০২ কেজি গাঁজা পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ বিষয়ে বোদা থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।