প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যদায় উদযাপন করা হয়। একুশে ফেব্রুয়ার সকাল ৯ টায় জেলা পরিষদ মার্কেট চত্ত্বর হতে র্যালী সহকারে চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, এলডিপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি বিশিষ্ট আইনজীবি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় এলডিপি নেতা এডভোকেট শাহাদৎ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সহসভাপতি ফজুল কাদের তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মো. মনসুরুল আলম, চট্টগ্রাম মহানগর এলডিপির প্রচার সম্পাদক নুরুল আজগর চৌধুরী, কোতোয়ালী থানা এলডিপির সভাপতি আকরামুল করিম ইমন, খুলশী থানা এলডিপির যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, উত্তর জেলা এলডিপি নেতা মো. গোলাম মোস্তফা, আবদুল মোমিন, হারুন অর রশিদ, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, যুগ্ম সম্পাদক নুরুল আমিন, মো. ইউসুফ এবং স্থানীয় নেতৃবৃন্দ।