
মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩। শনিবার বেলা ১১ টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।
প্রদর্শনী মেলায় দেশী বিদেশী গরু-মহিষ, ঘোড়া, ছাগল-ভেড়া, খরগোশ, বিড়াল, মুরগি, কবুতর, বাজরিকা সহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করতে এবং বেকার যুবকদের খামার স্থাপনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরিতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এবারের মেলায় প্রায় ৫০ টি স্টলে খামারীরা অংশগ্রহণ করেছে। মেলায় অংশগ্রহণকারী খামারিদের বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিতদের মাঝে নগদ টাকার চেক পুরস্কার দেওয়া হয়।
পড়েছেনঃ ১৫৪