
বাদল রায় স্বাধীন ,সন্দ্বীপ: যুগ যুগ ধরে নদী ভাঙ্গনের কবলে পড়ে সন্দ্বীপের প্রায় তিন ভাগের দুই ভাগ জায়গা বিলীন হয়ে গেছে অনেক আগে, তার সাথে হারিয়ে গেছে পুরাতন সন্দ্বীপ টাউন সহ অনেক ঐতিহাসিক স্থাপনা।বৃটিশ আমলে স্থাপিত পুরাতন সন্দ্বীপ টাউন অস্তিত্ব হারিয়েছে ৯১ সালের দিকে। সেটি নতুন জায়গায় স্থানান্তরের পর আবারো ভেঙ্গে গিয়ে এখন তৃতীয় জায়গায় অবস্থান করছে।গত কয়েক বছর পুর্বে হঠাৎ বিলীন হওয়া পুরাতন সন্দ্বীপ টাউন এলাকা সহ ব্যাপক অঞ্চল জুড়ে জেগে উঠেছে নতুন চর ।হাজারো পরিবারের স্মৃতি বিজড়িত ভিটে মাটি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃশ্ব হওয়া মানুষ গুলো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো সেই চরকে ঘিরে।

সবার আগে সকলের স্বপ্ন দেখা শুরু হলো স্মৃতি বিজড়িত সন্দ্বীপ টাউনকে পুনঃরুদ্ধার করতে। আর সেটি নিশ্চিত করতে সাবেক তালুকদার মার্কেট থেকে পুরাতন সন্দ্বীপ টাউন পাঁচ রাস্তার মোড় পর্যন্ত সীমানা পিলার স্থাপন করার উদ্যোগ গ্রহন করলো বৃহত্তর হরিশপুর নদী সিকস্তি পুর্নঃবাসন সমিতি।তাতে সহযোগিতার হাত বাড়ালেন সন্দ্বীপ পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম। তাই গতকাল নকশা ও খতিয়ান ধরে সেই পুরাতন সন্দ্বীপ টাউনের মানচিত্র অনুযায়ী সীমানা পিলার স্থাপন করে সেটিকে উদ্ধার প্রচেষ্টার উদ্বোধন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। যেই সীমানাা অনুযায়ী আগামী কিছুদিন পর রাস্তা নির্মান করবেন বলে ঘোষনা দিলেন মেয়র সেলিম। এবং পর্যায়ক্রমে সেই টাউনের সকল স্থাপনা তৈরির কাজ করে সকলকে সে পুরনো নগরী ফিরিয়ে দেওয়ার ঘোষনা দিলেন মেয়র সেলিম। উক্ত সীমারা পিলার স্থাপন কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী এবং বৃহত্তর হরিশপুর নদী সিকস্তি পুর্নবাসন সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান লিংকন, সিরাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর আলাউদ্দিন বাবলু,মোঃ কাইছার চৌধুরী, জাহাঙ্গীর আলম,সাহাব উদ্দিন সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উদ্যোক্তারা চার লক্ষ সন্দ্বীপীদের শুনালেন অনেক আশার বানী, নিজেরা এবং অন্যদের স্বপ্ন দেখাতে জানালেন এটিকে ঘিরে অনেক পরিকল্পনার কথা। তারা বললেন এরপর পাঁচ রাস্তার মোড় থেকে পোলঘাট,পোলঘাট থেকে চারআনী বাজার রোড, সিনেমা হলে রোড ও পাঁচরাস্তা থেকে আদালত দিঘি পর্যন্ত সীমানা স্থাপন করবেন। তার জন্য সন্দ্বীপের উন্নয়নের রপকার সাংসদ মাহফুজুর রহমান মিতা সর্বাত্তক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এখন প্রশাসনিক সহযোগিতা না পেলে একটি গনআন্দোলনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহব্বান জানিয়েছেন নেতুবৃন্দরা।
পড়েছেনঃ ১৩৫