বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তাঁর নাম মোঃ হাবিবুল্লাহ (১৮)। মোরেলগঞ্জ থানা পুলিশ সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছেন ।হাবিবুল্লাহ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিশারাঘাটা গ্রামের আউয়াল হাওলাদারের ছেলে। বাবা আউয়াল হাওলাদার জানান, হাবিবুল্লাহ খুলনায় শ্রমিক কন্ট্রাক্টরের কাজ করতেছিল। রাত ৮ টায় তার সঙ্গে পরিবারের সর্বশেষ কথা হয় বলে পরিবার থেকে জানা যায়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া হাবিবুল্লাহ বিয়ের বয়স না হলেও পরিবারকে নিজের বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে বিয়ে না দিলে আত্নহত্যা করবে বলে পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ভোরে তাদের বাড়ির বাগানের একটি গাছের তলায় তাকে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায় বলে বাবা আউয়াল হাওলাদার জানান। ছয় ভাই ও তিন বোনের মধ্যে ইমন মেঝ ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি ( তদন্ত) তুহিন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে ।