
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জৈনকাঠী ২ নং বাঁধঘাট এলাকার ৪টি ষ্টেশনারী দোকান ও ১ টি হোটেল অগ্নিকান্ডে পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। গতকাল শুক্রবার ২১শে জানুয়ারি দিবাগত রাত ৩ টার দিকে শহরের ২নং বাঁধঘাট এলাকার ৯৭ নং জৈনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অগ্নিকান্ড ঘটে। পটুয়াখালী জেলা ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে অবশেষে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সৈয়দ কামাল জানান, জীবনের সব সঞ্চয়টুকু এই ব্যবসায় ছিলো। এমনকি এনজিও থেকে লোন নিয়েও চালাতে হয়েছিলো ব্যবসা। এখন কিভাবে কিস্তি দিবো আর কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মন্নান গাজী জানান, আগুন আমার সবটুকু কেড়ে নিলো। তিলতিল করে কোনো মতে দ্বার করানো ব্যবসাটা আজ শেষ হয়ে গেলো। কিভাবে পরিবারের মুখে খাবার তুলে দিবো বুঝতে পারছি না। সরকার যদি আমাদের সাহায্য করতো তবে কোনমতে পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারতাম। এদিকে আজ শনিবার সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মোঃ সুলতান আহমেদ মৃধা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দোকানদারদের শান্তনা দেন এবং ক্ষতিপুরণের বিষয়ে বিভিন্ন আশ্বাস প্রদান করেন। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন: সৈয়দ সোহাগ, সৈয়দ কালাম, মোঃ জুয়েল, মান্নান গাজী ও সোহাগ সিকদার। তাছাড়া এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের মুখপাত্র বলেন: আমরা পুরোপুরি এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই আগুনে পুরোপুরি পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।