চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১৫ জলদস্যু আটক

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামের বাঁশখালী ও পেকুয়া কুতুবদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ সমুদ্রের জলদস্যু বাহিনীর প্রধান নূরুল কবীর ও তার সেকেন্ড-ইন-কমান্ড মামুনকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের আরও ১৩ সহযোগীকেও আটক করা হয়। শনিবার বিকেলে নগরীর চান্দগাঁও র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। র‌্যাব অধিনায়ক জানান, জেলেদের জিম্মি করে মুক্তিপন আদায় করা এবং মুক্তিপন না পেলে জেলেদের শারীরিকভাবে নির্যাতন করতো এ বাহিনী। তাদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ৬ টি ওয়ান শুটার গান, ৪ টি কার্তুজ, ৫ টি ক্রিজ, ১টি ছুরি, ১টি রামদা ও ২ টি হাসুয়া জব্দ করা হয়।