রেজাউল করিম পেকুয়া; কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সবার সম্মতিক্রমে বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলীকে আহবায়ক ও রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান জাহেদ উল্লাহকে সদস্য সচিব করা হয়েছে। সংগঠনকে মজবুত ও শক্তিশালী এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে হাতে নিয়ে আগামিতে জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ সকল দাবি আদায় করার জন্য সংগঠনটি আত্মপ্রকাশ হয়েছে বলে জানান সচিব জাহেদ উল্লাহ। সভায় উক্ত কমিটি ভবিষ্যতে সুন্দর ও সফল ভাবে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলনে সংগ্রামে বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে শিক্ষক সমাজ আশাবাদ ব্যক্ত করেন।
পড়েছেনঃ ৯৯