
পঞ্চগড় প্রতিনিধি : রোজ শনিবার ১৩/০৫/২০২৩ খ্রিঃ পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, পঞ্চগড় প্যারেড গ্রাউন্ডে সকাল ০৮.০০ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার, এস,এম,সিরাজুল হুদা পিপিএম । পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল হক। প্যারেড শেষে পুলিশ সুপার মটরযান শাখা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা, পিপিএম সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল সেড, পঞ্চগড়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার পঞ্চগড় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে এপ্রিল/২০২৩ মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার, পঞ্চগড় । বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে এপ্রিল/২০২৩ মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা পিপিএম নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র)/ মোঃ বদিউজ্জামান, বোদা থানা, পঞ্চগড়। শ্রেষ্ঠ বিট অফিসার এসআই (নিরস্ত্র)/ মাসুদ রানা সদর থানা, পঞ্চগড়। শ্রেষ্ঠ সার্জেন্ট/ আল ফরিদ, সদর ট্রাফিক, পঞ্চগড়। শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র)/ মোঃ দবিয়ার, পঞ্চগড় সদর থানা, পঞ্চগড় নির্বাচিত হন। বিশেষ পুরস্কার হিসেবে নির্বাচিত হন- লিপন কুমার বসাক, এসআই(নিরস্ত্র), ডিবি, পঞ্চগড়।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৩ সালের এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র জেলার গত এপ্রিল/২০২৩ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস) মোঃ মোহাইমিনুল হক, ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ
মেডিকেল অফিসার, জেলা পুলিশ হাসপাতাল, পঞ্চগড়, আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড়, সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারবৃন্দ।
পড়েছেনঃ ১১২