ইঞ্জিনিয়ার এস.এম. এ. বারীর মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল ২৫/০১/২০২২ ইং মঙ্গলবার কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের পিতা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কর্মী ও ১৯৭১ সালের মুক্তিযুেদ্ধর সংগঠক ইঞ্জিনিয়ার এস.এম.এ বারীর ২০ তম মৃত্যু বার্ষিকী। মরহুম ইঞ্জিনিয়ার এস.এম. এ বারী হাটহাজারীর পশ্চিম ধলই ইউনিয়নের সফিনগর গ্রামের মরহুম সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ সারেং এর প্রথম পুত্র। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালীন সময়ে তিনি কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অবস্থায় আন্দোলনের কর্মী হিসাবে কাটির হাটে রেল লাইন তুলে ফেলেন। সেই সময় তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিন দিন হাজত বাস করেন। পরবর্তীতে তাকে অন্যান্যদের সাথে ছেড়ে দেয়া হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালেও পাকি¯তানী সামরিক বাহিনী তাকে উদালিয়া চা বাগানস্থ ক্যাম্পে আটক করে। প্রায় এক সপ্তাহ পর তিনি কৌশলে ক্যাম্প থেকে পালিয়ে আসতে সমর্থ হয়েছিলেন। তিনি জীবদ্দশায় প্রকৌশলী হিসাবে দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণ কাজে সংযুক্ত ছিলেন। এর মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আšতর্জাতিক বিনাম বন্দর, জিইএম প্যান্ট, চট্টগ্রাম স্টীলমিল, জিয়া সার কারখানা, শিপিং কর্পোরেশনের সদর দপ্তর ইত্যাদি উলেখযোগ্য। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পতেঙ্গাস্থ বাসভবনে মিলাদ মাহফিল ও খতমে কোরান অনুষ্ঠিত হবে। তাছাড়াও পতেঙ্গার কাঠগড়স্থ কবরস্থানে জিয়ারত ও খতমে কোরানের আয়োজন করা হয়েছে। উলেখ, ২০০২ সালের ২৫ জানুয়ারী তিনি হৃদরোগে আক্রাšত হয়ে মৃত্যুবরণ করেন।