
কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে সেনাবাহিনীর টিম। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৬ টায় পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকায় পেকুয়া আর্মি ক্যাম্পের গোয়ান্দা সংবাদের ভিত্তিতে বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার সদর ভোলাইয়াঘোনা এলাকায় পেকুয়া আর্মি ক্যাম্পের গোয়ান্দা সংবাদের ভিত্তিতে ক্যাম্পের ক্যাপ্টেন ইনামুল এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার মাদক ব্যবসায়ী সাহেদ ইকবালের স্ত্রী শাহীদা ইয়াসমিন (৪৩)-কে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে পেকুয়া সেনাবাহিনীর একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী সাহেদ ইকবাল সু-কৌশলে পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী তার শাহীদা ইয়াসমিনকে আটক করে আইনি প্রক্রিয়ার জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তিনি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।”