মন খারাপের দিন

সবচে কঠিন মন খারাপের
যাচ্ছে এখন দিন,
হৃদয়খানা অন্ধকারে
আছে আলোহীন।

একটুখানি শান্তির আশে
যেথায় রাখি হাত,
হাতটা পুড়ে ছাই হয়ে যায়
নড়ে মুখের দাঁত।

চারিদিকে ভালোবাসার
মানুষ কী আর কম,
পাই না এখন ক্রান্তিকালে
বের হয় যখন দম।

পৃথিবীতে কেউ কারো নয়
সবাই স্বার্থপর,
আল্লাহ্ ছাড়া আর কেহ নাই
করার মত ভর।