রৌমারীতে বন্যায় পূর্বাভাস প্রকল্পের অবহিতকরণ সভা

কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্পের উপজেলা    পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলা   প্রশাসনের অয়োজনে সহযোগীতায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও আরডিআরএস বাংলাদেশ এর   বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা ও প্রকল্পের অফিস সুত্রে জানা গেছে, জেলায় প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী
আনুমানিক প্রায় ৩৪ হাজার পরিবার বন্যার পূর্বাভাস সাপেক্ষে ক্ষয়ক্ষতি বিবেচনা করে  বন্যা হলে শর্ত সাপেক্ষে পরিবার প্রতি ৪ হাজার ৫ শত টাকা করে পাবে। কুড়িগ্রাম জেলায় ৮  টি উপজেলার ৫৬ টি ইউনিয়ন এই প্রকল্পের আওতায় এই সহযোগীতা পাবে। তার মধ্যে  রৌমারী উপজেলার পাঁচটি ইউনিয়ন রৌমারী সদর , শৌলমারী, যাদুরচর, দাঁতভাঙ্গা ও বন্দবেড়   ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সহযোগীতায় ও আরডিআরএস এর বাস্তবায়নে ৩ হাজার ২ শত ৭৮ টি পরিবার পাবে এই   সহায়তা।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার  নাহিদ হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান, অফিসার  ইনচার্জ রূপ কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, দাঁতভাঙ্গা  ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন,  উপজেলা আনছান ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর জাহান,উপজেলা পল্লী উন্নয়ন   কর্মকর্তা রানু মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন লিডার সাইফুল ইসলাম, কুটিরচর স্কুল এন্ড   কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্পের উপজেলা কো-  অডিনেটর আলমগীর হোসাইন, কৃষিবিদ ও গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে সম্বয়ক মুনির   হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, জিইউকে সালমা আফরোজ ও    সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।