রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রশাসনের সহায়তা

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রহ্মপুত্র নদে বন্যায় ক্ষতিগ্রস্থ চরশৌলমারী   ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৪০ জন অসহায় পরিবারকে ১০ কেজি করে চাউল ও নগদ ৫ শত টাকা প্রদান       করা হয়। শুক্রবার( ১৪ জুলাই) বিকালের দিকে চরশৌলামারী ইউনিয়নে এই আর্থিক সহযোগীতা করা   হয়।

 

এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভ‚মি) মো: জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন    কর্মকর্তা মো: মেশকাতুর রহমান, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, ইউপি সদস্য  আনছার আলী তুহিনসহ আর অনেকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য এমন সহযোগীতা চলমান থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সব সময় বন্যাসহ নানা বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।