![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বসতবাড়িতে ঢুকে রুবি আকতার( ১৪) কে কুপিয়ে গুরুতর জখম করেছে আব্দু শুক্কুর নামের তারই আপন চাচা। ঘটানাটি ঘটেছে ১১ জানুয়ারী বৃহস্পতিবার দিন গত রাত ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মইয়্যাদিয়া ৩নং ওয়ার্ড এলাকায়।গুরুতর আহত রুবি আকতার মইয়্যাদিয়া এলাকার মাছ ব্যবসায়ী মহিউদ্দিনের কন্যা ও পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।এ ঘটনায় তার পিতা মহিউদ্দিনসহ তার মা দিলোয়ারা বেগমও আহত হয়েছেন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রুবি আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।রুবি আক্তারের পিতা মহিউদ্দিন অভিযোগ করে বলেন, জমি বিরোধের জের ধরে একই এলাকার রফিক আহমেদের সাথে আমার বিরোধ চলছিল, তারই কারনে রফিক আহমদের ইন্ধনে আমার আপন ভাই আব্দু শুক্কুর, আব্দু শুক্কুরের স্ত্রী নাছিমা বেগম তার পুত্র ইউনুছ মিয়া গভীর রাতে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে রুবি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে, রুবি আক্তারকে বাচাতে এগিয়ে আসায় তাকে এবং তার স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন মহিউদ্দিন। তিনি আরো বলেন, রফিক আহমদ আমার আপন ভাই শুক্কুরকে ভাড়া করে রাতের আধারে আমার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে এবং আমার ঘরে থাকা নগদ ১লক্ষ বিশ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। মহিউদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম বলেন, রকিফ আহমদের ইন্ধনে আজ আমাদের উপর রাতের আধারে এভাবে আব্দু শুক্কুর ও তার পরিবারের সদস্যরা হামলা ও লুটপাট চালিয়েছেন। তিনি এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান। এ বিষয়ে, পেকুয়া থানার ওসি তদন্ত সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।।